শনিবার, ১১ মে ২০২৪

ভোলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

প্রচ্ছদ » জেলা » ভোলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় বক্তাগন ডাঃ ইব্রাহিমকে ডায়াবেটিক রোগ নিরাময়ের পথীকৃত হিসাবে অখ্যায়িত করেন। বাংলাদেশের ডায়াবেটিক চিকিৎসাকে তিনি সেবার আদর্শে উদ্ভাসিত করেছিলেন। তাই এই দিবসটিকে ‘সেবা দিবস’ হিসাবে পালিত হয়। ১৯৫৬ সনে প্রতিষ্ঠিত ডায়াবেটিক চিকিৎসাকেন্দ্রটি এখন শুধু ঢাকাতেই সীমাদ্ধ নয়, বাংলাদেশের প্রতিটি জেলাতে এর শাখা আছে এবং অনেক উপজেলাতেও ডায়াবেটিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মহান এই প্রাণ পুরুষ তার এই সেবাধর্মী কার্যক্রম এখন বাংলাদেশ ছাড়িয়ে দেশ-বিদেশেও ডায়াবেটিক চিকিৎসা সেবা সমাদৃত।

---

ভোলা ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর অব: রুহুল আমিন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ ছালেহউদ্দিন। বিশেষ তিথি ডাঃ জিন্নাতুন নেছা, প্রধান বিশেষ অব: মোঃ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ভোলা ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্বাহী সদস্য আবুল কাশেম আবু মিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব নুরুল আমিন বাদল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১১:২২   ২৯৬ বার পঠিত