সাগরে মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে নেই

প্রচ্ছদ » অর্থনীতি » সাগরে মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে নেই
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২



---

ছোটন সাহা ॥
সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে, সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎগুলো। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভোলার মেঘনা নদীতে। সেখানে সারাদিন জাল বেয়ে কাঙ্খিত পরিমাণ মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় আরও বেশি বিপাকে পড়েছেন তারা।
জেলেরা জানান, মার্চ-এপ্রিল দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ ছিল। অন্যদিকে ৬৫ দিনের জন্যও সাগরে মাছ ধরা বন্ধ থাকে। নদী ও সাগরে প্রায় সাড়ে ৪ মাস মাছ শিকারের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘুরে দাঁড়াতেই নদী ও সাগরে নেমে পড়েছেন তারা। গত এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর পরিমাণে ইলিশ পাচ্ছেন। কিন্তু নদীতে গিয়ে অনেক জেলেকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। এরমধ্যে আবার হঠাৎ করে ডিজেলের দাম বাড়াতে অনেকটাই বিপাকে পড়ছেন উপকূলের জেলেরা।
জেলে শহিদুল ও মনির বলেন, এ বছর ভরা মৌসুমেও মেঘনায় ইলিশেরর দেখা মেলেনি। তবুও আমরা অপেক্ষায় ছিলাম নদীতে মাছ ধরা পড়ার। কিন্তু এখনো মিলছে না ইলিশ।
ভোলার ইলিশা, তুলাতলী, জোরখাল, নাছির মাঝি, লালসোহনের বাত্তির খালসহ বেশ কয়েকটি আড়ৎ ঘুরে জানা গেল, যেসব মাছ কেনা-বেচা হচ্ছে তা সবই সাগরের মাছ, নদী তেমন মাছ পাওয়া যাচ্ছে না।
আড়ৎদার মাসুদ রানা বলেন, নদীতে ইলিশ ধরা না পড়লেও সাগরে ঝাঁকে ঝাঁকে পড়ছে। এ অবস্থা চললে জেলেরা কিছুটা হলেও সংকট দূর করতে পারবেন।
ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহ থেকে নদীতেও মাছ ধরা পড়বে বলে আমরা আশাবাদী। তখন জেলেদের এমন সংকট থাকবে না।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫১   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা



আর্কাইভ