বুধবার, ১ মে ২০২৪

ভোলায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে মৎস্যবিভাগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে মৎস্যবিভাগ
শনিবার, ৩০ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যর ১৪ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার তুলাতুলী নদীর কোরালীয়াসহ বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে ২০টি বেহুন্দি(বাঁধা) ও ১৪ টি চরঘেরা (মশারি) নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।

---

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল ,চরঘেরা জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেন নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা উপস্থিতে যৌথভাবে তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। চালিয়ে ২০টি বেহুন্দি(বাঁধা) ও ১৪ টি চরঘেরা (মশারি) নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। বেহুন্দি, মশারী, চরঘেরা জালে মাছের ডিম, অতি ছোট মাছসহ যা জালে ঢোকে সব আটকা পড়ে যায়। এতে করে প্রচুর ক্ষতি করে মৎস্য সম্পদের। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই আমাদের এ বিশেষ  অভিযান চালানো হচ্ছে।
আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে জব্দ করা অবৈধ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশের উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪১   ২৮২ বার পঠিত