লালমোহনে প্রতিক পেয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা

প্রচ্ছদ » জেলা » লালমোহনে প্রতিক পেয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা
রবিবার, ২৯ মে ২০২২



ছোটন সাহা ॥
ভোলার লালমোহনে প্রতীক পেয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। প্রার্থী ও ভোটারদের আনাগোনায়  জমে উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দিয়ে যাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনী এলাকাগুলোতে চায়ের কাপে চলছে নির্বাচনী আলোচনার ঝড়।
সুত্র জানায়, ৮ম ধাপে এ উপজেলায় রমাগঞ্জ ও কালমা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও নির্বাচনী এলাকা ঘুরে বেড়াতে দেখা প্রার্থীদের। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তারা।

---

চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা এলাকায় গনসংযোগ, উঠান বৈঠক আর প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে শনিবার (২৮ মে) বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ছাদেক সরদার উঠান বৈঠক করেছেন। কালমা ইউনিয়নের সরদার বাড়িতে এ উঠার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং মাদকমুক্ত ওয়ার্ড গঠনে টিউবওয়েল প্রতিকে ভোট চেয়েছেন। প্রথমবারের মত নির্বাচনে প্রার্থী হয়ে ভোটারদের মন জয় করতে ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি।
সুত্র জানিয়েছে, লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জনসহ মোট ১১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে রমাগঞ্জে চেয়ারম্যান পদে ৫জন, সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২২জন লড়ছেন। অন্যদিকে কালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সদস্য পদে ৩৮জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই ইউনিয়নে মোট ভোটার ৪৭ হাজার ৬০০জন। এরমধ্যে কালমা ইউনিয়নে ২৯ হাজার এবং রমাগঞ্জ ইউনিয়নে ১৮হাজার ৬০০জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আমির হাজী খসরু জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রার্থীরা যাতে আচারনবিধি মেনে চলে সে জন্য নজরদারি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:২০:০৩   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ