বুধবার, ১ মে ২০২৪

ভোলায় জাতীয় কবির ১২৩তম জন্ম জয়ন্তীতে পাঠক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় জাতীয় কবির ১২৩তম জন্ম জয়ন্তীতে পাঠক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শনিবার, ২৮ মে ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ভোলায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডার আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরি ভোলা ইউনিটের পাঠক ফোরাম। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী সাহিত্যিক সাংবাদিক অধ্যক্ষ এম ফারুকুর রহমান।

---

‘বিহঙ্গ সাহিত্য গোষ্ঠী’র সভাপতি অমিতাভ রায় অপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠক ফোরামের আহ্বায়ক সহকারী অধ্যাপক জুন্নু রায়হান। সাহিত্য আড্ডায় নজরুলের কবিতা, গান, গজল পরিবেশনের পাশাপাশি নজরুলের জীবন ও সাহিত্য নিয়েও আলোচনা করা হয়। সাহিত্য আড্ডার শুরুতেই নজরুলের জীবন ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ পাঠ করেন কবি নিহার মোশাররফ।
এছাড়া সাহিত্য আড্ডায় অংশ নিয়েছেন ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা মলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বাংলাবাজার হালিমা খাতুন কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার পাল, কবি জুলফিকার আলি, সঙ্গিত শিল্পী উত্তম ঘোষ, শিল্পী রেহানা ফেরদাউস, শারমিন জাহান শ্যামলী, কবি আল মনির, আবৃত্তি শিল্পী আবিদুল আলম, সাংবাদিক এবং শিশু সংগঠক আদিল হোসেন তপু, সাংবাদিক শিক্ষক  আনোয়ার সুজন, সাংবাদিক জুয়েল সাহা, মনিরুল ইসলাম, বিজয় বাইন, আবৃত্তি শিল্পী শুকান্ত, ভ্রাম্যমান লাইব্রেরি ভোলা ইউনিটের পরিচালক তরুন কুমার দেবনাথ প্রমূখ।

বাংলাদেশ সময়: ০:৩৪:৪৪   ৫০৯ বার পঠিত