লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে অবহিতকরণ সভা

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে অবহিতকরণ সভা
বুধবার, ২৫ মে ২০২২



নিজস্ব প্রতিবেদক ॥
কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে কমিউনিটি লিডারদের নিয়ে অবহিতকরণ সভা করেছে ‘দি হাঙ্গার প্রজেক্ট’। মঙ্গলবার (২৪ মে) ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে “ইউনিসেফ” এর সহযোগিতায়  দিনব্যাপী এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়ূথ লিডারসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশত কমিউনিটি লিডার অংশগ্রহণ করে।
শুরুতে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, “দি হাঙ্গার প্রজেক্ট” এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। এর পরপরই পুরো প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন “দি হাঙ্গার প্রজেক্ট” এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ।

---

প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, করোনা এখনো পুরোপুরি যায়নি।আমরা অনেকে এখন আর মাস্ক ব্যবহার করিনা এটা মোটেই ঠিক নয়।আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।আর যারা এখনো টিকা নেইনি তারা দ্রুত টিকা নেওয়া এবং যারা প্রথম ডোজ নিয়েছি তারা দ্বিতীয় ডোজ নেওয়া এবং যারা দ্বিতীয় ডোজ নিয়েছি তারা তৃতীয় ডোজ নেওয়া।
অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যো থেকে মতামত নেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনা দেন পাশাপাশি এই প্রকল্পের বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অবহিতকরণ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর লালমোহন উপজেলা কমিউনিটি ভলান্টিয়ার ফাতেমা (তিশা)।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌর কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক এর লালমোহন প্রতিনিধি এস বি মিলন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী মোঃ নুরুজ্জামান, রমাগঞ্জ ইউনিয়নের সদস্য আক্তারুজ্জামান বাবুল, লালমোহন ইউনিয়নের সদস্য জান্নাতুল ফেরদাউস, আল মাদরাতুল ইসলামিয়া নুরানী তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মনজুর, রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশি, মনজুর রহমান, দৈনিক মানব জমিনের প্রতিনিধি হাসান পিন্টু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ বেগম, ব্র্যাক এর ফিল্ড ফ্যাসিলেটর মোঃ মিজান, ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর লালমোহন উপজেলা সমন্বয়কারী মোঃ আমিনুল আবরার প্রমূখ।

বাংলাদেশ সময়: ০:১৭:২৮   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার’
বিরূপ আবহাওয়া: ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির হানা
স্যালাইন ও বিশুদ্ধ পানি নিয়ে তৃষ্ণার্ত মানুষের পাশে মনিরুজ্জামান মনির
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না
লালমোহনে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের পথসভা
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
পুকুরে মিলল দেশীয় প্রজাতির আড়াই কেজির তেলাপিয়া



আর্কাইভ