বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল-জরিমানা
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এ জেল-জরিমানা করেন।
এদের মধ্যে ১১ জনের ২৬ হাজার টাকা জরিমানা এবং ১৩ জনকে ১৫ দিন করে কারাদ- দেওয়া হয়েছে। এ নিয়ে ৮ দিনে ২২৩ জনকে জেল-জরিমানা করা হলো।
মৎস্য বিভাগ জানিয়েছে, সকালে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম দৌলতখানের মেঘনায় অভিযানে নামে। এ সময় অভিযান দলটি মেঘনার মেদুয়া, মদনপুর ও মাঝিরহাটসহ বিভিন্ন পয়েন্ট থেকে ২৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত ১১ জনকে জরিমানা এবং ১৩ জনকে কারাদ- দেওয়া হয়েছে। বাকি চারজন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৩   ৩৮০ বার পঠিত