খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ॥ ভোলায় ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন

প্রচ্ছদ » খেলা » খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ॥ ভোলায় ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২



আদিল হোসেন তপু ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে ‘মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেটলীগ-২০২১-২০২২’। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বে এখন খেলাধুলা দিয়ে অনেকটা পরিচিতি লাভ করেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোড মডেল হয়েছি। এখন তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেটকা অগ্রসর হয়েছি। খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বিশেষ করে ক্রিকেট খেলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর  রেখেছে। ফুটবল খেলাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি আমরা অনেক খেলাধুলাও এগিয়ে যাচ্ছি।

---

তিনি আরও বলেন, দেশের নবীন তরুন যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহন করতে হবে। তা হলে যুব সমাজ মাদক  থেকে মুক্ত থাকবে। এজন্য সরকার খেলাধুলায় অনেক বেশি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতি উপজেলায় সরকার এখন খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম করে দিচ্ছে যেন যুব সমাজ মাঠে থাকেন।আশাকরি আগামী ২ বছরের মধ্যে সকল উপজেলায় এই সব  স্টেডিয়াম সম্পন্ন হবে বলে জানান।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে  ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভোলা জেলার সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করবেন তালহা তালুকদার বাধঁন।
বিশেষ অতিথির বক্তব্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা অবকাঠামো করে দিলে হবেনা। খেলোয়াড়দের মান উন্নয়নে খেলায়াড়দের এগিয়ে আসতে হবে। কঠোর অনুশীলন করতে হবে প্রতিটি খোলায়াড়কে। তাহলেই আমাদের সফলতা আসবে বলে জানান।
টানা এক মাস ব্যাপী অনুষ্ঠিত্য লীগে মোট ১০টি দল অংশ গ্রহন করছে। আজ শুক্রবার উদ্বোধনী ম্যাচে কালীনাথ রায় বাজার একাদশ বনাম কালিবাড়ী একাদশ অংশ নিবে। আগামী ০৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের করণে দীর্ঘদিন ক্রিকেট লীগ বন্ধ থাকার পরে আবারও ভোলা মাঠে ফিরছে ক্রিকেট লীগ। দীর্ঘ বিরতির পরে টার্ফ উইকেটে (মাটির পিচ) ক্রিকেট লীগ হওয়ায় ক্রিকেট খেলোয়ারদের মাঝে প্রাণ সঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলছেন অনেক দিন পরে মাঠে ক্রিকেট আয়োজন করার জন্য জেলা ক্রিড়া সংস্থাকে ধন্যবাদ জানান। পাশাপাশি  খেলোয়াড়দের স্বার্থে প্রতি বছর ক্রিকেট  চালু রাখার জন্য অনুরোধ জানান খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৯   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ