ভোলায় গুণী প্রবীণ ব্যক্তিদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় গুণী প্রবীণ ব্যক্তিদের মিলনমেলা অনুষ্ঠিত
রবিবার, ২ জানুয়ারী ২০২২



স্টাফ রিপোর্টার ॥
গতকাল ১লা জানুয়ারী-২২ইং ভোলা জেলা শহরের অত্যন্ত গুনী প্রবীন ব্যক্তিদের এক মিলনমেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভোলার প্রবীন সাংবাদিক আলহাজ্ব এম এ তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।

---

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সিটিজেন সংঘের সেক্রেটারী প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাজিউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রবীন সাংবাদিক এম ফারুকুর রহমান, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাবেক সিভিল সার্জন নিজাম হাসিনা ফাউন্ডেশনের এমডি ডাঃ আবদুল মালেক, ভোলা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক এম হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নাছির আহাম্মেদ, সাবেক অধ্যক্ষ মিসেস পারভীন আকতার, দৈনিক আজকের ভোলার সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আলমগীর গোলদার প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ বনি আমিন। অনুষ্ঠানের শুরুতে সিনিয়র সিটিজেন সংগঠনের ৩জন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তারা হলেন, ভোলা পৌরসভার সাবেক কমিশনার মোঃ জসিমউদ্দিন, শফি তালুকদার, মোঃ বনী আমিন মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীন আইনজীবী এম মাকসুদুর রহমান, ভোলা বারের পিপি এড. সৈয়দ আশরাফ হোসেন লাবু, এড. হুমায়ুন কবির, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ এম মাকসুদুর রহমান, আমেরিকা প্রবাসী নাজিউর রহমান কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, ভোলা সরকারী বালিকা স্কুলের সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা চিনু, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন সংগঠনসহ সমাজের অত্যন্ত সুনামধন্য প্রবীন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সিটিজেনদের বিনোদনের জন্য একটি স্মার্ট টিভি প্রদান করেন। প্রবীনদের সময় কাটানোর লক্ষ্যে জেলা পরিষদ চত্বরে ভবনের সু-সজ্জিত একটি কক্ষকে ‘সিনিয়র সিটিজেন কর্ণার নামকরণ করে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাশেষে চেয়ারম্যান মহোদয় এর পক্ষ থেকে সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন।

বাংলাদেশ সময়: ০:০৮:৪৪   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ