শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে এসএসসি ও সমমানের পরীক্ষায় স্কুলের চেয়ে মাদ্রাসায় অনুপস্থিতি বেশি, বহিস্কার-১

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে এসএসসি ও সমমানের পরীক্ষায় স্কুলের চেয়ে মাদ্রাসায় অনুপস্থিতি বেশি, বহিস্কার-১
বুধবার, ১৭ নভেম্বর ২০২১



মাসুদ রানা, বাংলাবাজার ॥
ভোলার দৌলতখানে এসএসসি ও মাদ্রাসা বোর্ডের দাখিল সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে হয়েছে। করোনার পর পরীক্ষা নেয়ায়  নকল মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা সতস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করে। ১৪ নভেম্বর  উপজেলার ৪টি ভ্যানুতে এসএসসির পদার্থ বিজ্ঞানও দাখিল কোরআন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। দাখিল ও সমমানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২৬১ জন। পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা  ৫০জন। এদের মধ্যে ৪৬ জন দাখিল পরীক্ষার্থী,  ৪জন এসএসসি পরীক্ষার্থী। করোনার ভীতি কাটিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারায় বেশ খুশি। পরীক্ষা কক্ষে অসাদুপায়ের দায়ে ১জন এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। করোনার দীর্ঘ সময়ের পর পরীক্ষা গ্রহণে কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠি হওয়ায় অভিভাবকরা সন্তোষ  প্রকাশ করেছেন।
অন্যদিকে সচেতন অভিভাবক মহল এর অভিমত এভাবে পরীক্ষা নিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১:৩৫:১৪   ৩১৩ বার পঠিত