শনিবার, ১১ মে ২০২৪

তোফায়েল আহমেদের জন্মদিন উপলক্ষে ইলিশায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » তোফায়েল আহমেদের জন্মদিন উপলক্ষে ইলিশায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
শনিবার, ২৩ অক্টোবর ২০২১



রাকিব হাওলাদার, ইলিশা ॥
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী এবং ভোলা সদর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এর ৭৯তম জন্মদিন উপলক্ষে, ইলিশায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বাদ মাগরিব, ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও চেয়ারম্যান পদপ্রাথী আনোয়ার হোসেন ছোটনের সহযোগিতায়, ইলিশা পাকার মাথাস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

---

ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মেম্বারের সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন আলী এর সঞ্চলনায়। উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন বাবুল, সহ-সভাপতি সায়েদ আলী জমাদার, সাংগঠনিক সম্পাদক লোকমান পাটোয়ারী, মাস্টার রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জিলন খাঁন, সহ-প্রচার সম্পাদক মোঃ গোলাম নবী, কার্য-নির্বাহী সদস্য আমজাদ হোসেন বাবুল, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবু ছালেম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে বর্ষীয়ান এই রাজনীতিবিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পাকার মাথা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ০:০৪:০৪   ৩৮৩ বার পঠিত