ভোলার পূজা মন্ডপ পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক

প্রচ্ছদ » জেলা » ভোলার পূজা মন্ডপ পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক
সোমবার, ১১ অক্টোবর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি। সোমবার (১১ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী লক্ষী গোবিন্দ জিউর মন্দির পরিদর্শনে এসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেন, বাংলাদেশের জন্ম থেকেই সাধারণভাবে সকলে মিলেমিশে শারদীয় দুর্গাপূজা পালিত হয় এরা বাংলাদেশের একটা সংস্কৃতি। এটা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও পূজার সময় সম্প্রীতি রক্ষায় মন্ডপে সকল ধর্মের লোকজন মিলেমিসে উৎসব পালন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। দুর্গোৎসবে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে সরকার। এসময় তিনি জেলার অন্য পূজা মন্ডবের খোঁজ খবর নেন।

---

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, ধর্ম মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, তজুমউদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ প্রমূখ।
উল্লেখ্য, এ বছর ভোলা জেলায় ১১৬টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৮   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ