ভোলায় বিজেপি নেতা আবদুল্লাহ আল মামুন খসরু আর নেই

প্রচ্ছদ » জেলা » ভোলায় বিজেপি নেতা আবদুল্লাহ আল মামুন খসরু আর নেই
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন খসরু আর নেই। সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ঢাকা শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ ভাই, ৪ বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

---

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মরহুম আবদুল্লাহ আল মামুন খসরুর নামাজে জানাজা খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে গোরস্থান মসজিদের কাছে মা-বাবার কবর সাথে দাফন করা হয়। জানাজায় অংশ গ্রহণ করে বক্তব্য বলেন, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, খলিফাপট্টি জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ মুজিরউদ্দিন ও মরহুমের ভাই দৈনিক দক্ষিণপ্রান্ত পত্রিকার সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু প্রমূখ। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম আবদুল্লাহ আল মামুন খসরুর মৃত্যুতে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলার সভাপতি আমিরুল ইসলাম রতন, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসনে, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলার সভাপতি মোতাছিম বিল্লাহ, খলিফাপট্টি জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ মুজিরউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৩   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ