শনিবার, ১১ মে ২০২৪

নির্মাণাধীন ঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

প্রচ্ছদ » দৌলতখান » নির্মাণাধীন ঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
রবিবার, ১৮ জুলাই ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
দৌলতখানে বাড়ির পাশের নির্মাণাধীন ঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে আফিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুলাই) সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহে আলম মিকারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি বিকালের দিকে ঘটলেও এলাকার মানুষ রাত সাড়ে টার দিকে জানতে পাড়েন। এই মৃত্যু নিয়ে ওই এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছে এটি হত্যা, আবার কেউ বলছে দুর্ঘটনা।
নিহতের পিতা সালাউদ্দিন ও স্থানীয়রা  জানায়, বৃষ্টির পানিতে পাশের  বাড়ির কামালের নির্মাণাধীন ঘরের সেপটিক ট্যাংকি ভরে যায়। বিকালের দিকে শিশুটি বাড়িতে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অজান্তে সেখানে পড়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি পর স্থানীয় লোকজন শিশুটির সেপটিক ট্যাংকি থেকে মৃতদেহ উদ্ধার করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, বিষয়টি জানতে পেড়েছি। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৬   ৩৮৯ বার পঠিত