বৃহস্পতিবার, ২ মে ২০২৪

চরফ্যাশনে বলৎকারের অভিযোগে দশ বছরের শিশু গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে বলৎকারের অভিযোগে দশ বছরের শিশু গ্রেফতার
শনিবার, ১৭ জুলাই ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে ফয়েজ নামের ১০ বছরের এক শিশুকে ১৫ বছর বয়স দেখিয়ে তার বিরুদ্ধে ৬ বছরের এক শিশু বৎকারের অভিযোগে চরফ্যাশন থানায় শনিবার মামলা করেন ভিক্টিম শিশুর পিতা আক্তার হোসেন। আর বৎকারে সহযোগিতার অভিযোগ করা হয়েছে ওই আসামী শিশুর বাবা ও মায়ের বিরুদ্ধে। থানা পুলিশ মামলার প্রধান আসামী শিশু ফয়েজকে গ্রেফতার করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. সাদিক আহম্মদ আসামীকে মামলার নতিসহ ভোলা জেলা শিশু আদালতে প্রেরণ করেন। ভোলা জেলা শিশু আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন।
মামলায় আকতার হোসেন অভিযোগ করেন, উপজেলার জিন্নাগড় ইউপির ১ নং ওয়ার্ডে  তার বাড়ির  পেছনে গত ৯জুলাই দুপুরে তার ছয় বছরের ছেলেকে প্রতিবেশী ফারুক ফরাজির ছেলে ফয়েজ (১৫) বলাৎকার করে। তাকে প্রাথমিক চিকিৎসার পর ১৫ জুলাই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনা ফয়েজের পিতা ও মাতাকে জানালে তারা বিচার না করে তাদের ছেলেকে সহযোগিতা করেছেন।

এদিকে ফয়েজের মা মারজান বেগম বাদি হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাঝিষ্ট্রেট আদালতে গত ১৫ জুলাই তার ছেলে ফয়েজকে মারপিটের অভিযোগে আকতার হোসেনসহ ৬ জনকে আসামী করে মামলা করেছেন। ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক সাদিক আহমেদ আসামীদের বিরুদ্ধে সমন জারী করেছেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, মার পিটের মামলার বিষয়টি তার জানা নেই। তবে বৎকারের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামি ফয়েজকে গ্রেফতার করে আদালতে করা হয়েছে। আসামীর বয়স ১৩, সে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

বাংলাদেশ সময়: ২২:২৬:২২   ৪১৩ বার পঠিত