শনিবার, ১১ মে ২০২৪

প্রধানমন্ত্রী করোনাকালে দুস্থদের পাশে দাঁড়িয়েছেনঃ জেলা প্রশাসক

প্রচ্ছদ » জেলা » প্রধানমন্ত্রী করোনাকালে দুস্থদের পাশে দাঁড়িয়েছেনঃ জেলা প্রশাসক
সোমবার, ১২ জুলাই ২০২১



স্টাফ রিপোর্টার ॥
কোভিড-১৯ এর কারণে ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ কালে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা কালে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী পক্ষ থেকে ভোলায় কোভিড-১৯ এর কারণে কর্মহীন,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। জেলার ৭ উপজেলায় এই কার্যক্রম চলমান আছে।কোভিড-১৯ চলাকালে সরকারের পক্ষ থেকে এই সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

---

এসময় ২শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ বিতরণ করা হয়।
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশাবলী প্রতিপালনের জন্য আহবান জানান এবং কোন ব্যক্তি চলমান লকডাউনের অনাহারে থাকলে অবশ্যই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫৪   ৩৬১ বার পঠিত