শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাশনে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতন

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতন
রবিবার, ১৩ জুন ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
যৌতুকের টাকা না দেয়ায় চরফ্যাশনের এক গৃহবধূকে মারধর করেছে স্বামী। এঘটনায় রবিবার (১৩ জুন) ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগীর পিতা সাজাহান জানান। উপজেলার নজরুলনগর ইউনিয়নের চর নুরুদ্দিন গ্রামের দিনমজুর সাজাহানের মেয়ে ভূক্তভোগী ফাতেমা (২১) অভিযোগ করে বলেন, আমার স্বামী শামিম (৩১) দির্ঘদিন ধরে আমাকে পিতার বাড়ি রেখে কোনো খোঁজখবর নেইনি। দুই মাস পূর্বে আমার একটি পুত্র সন্তান হয়। গত বুধবার স্বামী আমাকে স্বশুর বাড়ি নেয়ার কথা বলে আামার মায়ের কাছে অটো/বোরাক ক্রয়ে ২লাখ টাকা দাবী করে। ফাতেমার মা হাওয়া বেগম জানান আমি টাকা দিতে অস্বিকার করায় আমার মেয়ে ফাতেমাকে শামিম লাঠিসোটা দিয়ে মারধর করে রক্তাক্ত নীল ফোলা জখম করে। ফাতেমা আরও বলেন, আমাকে মারধর করে শামিম বলেন, “তুই ২লাখ টাকা না দিলে তোকে তালাক দিয়ে দেবো”।

---

ফাতেমার পিতা সাজাহান কান্নাভরা কন্ঠে অভিযোগ করে বলেন, ২বছর পূর্বে ফোরকান ও জুলহাস নামের ২ব্যাক্তি ওকালতি করে ২লাখ ২০হাজার টাকা কাবিনের চুক্তিতে শামিমের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেও মাত্র ৭০হাজার টাকা কাবিনে সেলিম কাজি বিয়ে পড়ান। শামিমকে পূর্বেও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকা হোন্ডা ক্রয়ের জন্য দিয়েছি। আামি গরিব অসহায় মানুষ এখন দুই লাখ টাকা না দেয়ায় জামাই আমার মেয়েকে মারধর করে আমার বাড়ি রেখে চলে গেছে। শামিমের পিতা কুকরি-মুকরি ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম বিষয়টি অস্কিার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রী’র ঝগড়া বিবাদ হয়। ইউপি চোয়রম্যান আবুল হাসেম মহাজন বলেন, উভয় পক্ষের অভিযোগ শুনেছি। আমরা চাই উভয়পক্ষের একটি সুষ্ঠ সমাধা।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৪   ৩৯৩ বার পঠিত