শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাসনে ৫শ মরা মুরগী বিক্রির দায়ে ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাসনে ৫শ মরা মুরগী বিক্রির দায়ে ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ২৩ মে ২০২১



---

চরফ্যাসন প্রতিনিধি ॥
চরফ্যাসনে ৫ শ মরা মুরগী বাজারে বিক্রি করার উদ্যেশে মিরাজের দোকানে ড্রেসিং করতে আনার পর পৌর মেয়র এসএম মোরশেদ ও পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু’র নেতৃত্বে মরা মুরগীসহ বিক্রেতা মোঃ রাসেল (২৫)কে আটক করে। শনিবার রাত ১০টায় চরফ্যাসন পুর্ববাজার মিরাজ দোকান থেকে ৫শ’ মরা মুরগীসহ মুরগীর মালিক রাসেল কে ভ্রাম্যমান আদালতে নিয়ে আসেন কাউন্সিলর সামু।রাসেল উপজেলার আবুবকরপুর গ্রামের মৃত আবফুস শহিদ দালালের ছেলে। সে পেশায় মুরগী ব্যবসী। রাসেল জানান, মুরগীসহ তার মালিক শাহে আলম ড্রেসিং করার জন্য এসেছিলো। তবে ড্রেসিং ব্যবসায়ী মিরাজ পলাতক রয়েছে।
চরফ্যাসন হাসপাতালের ইউএইচ ডাঃ শোভন বসাক জানান, মুরগীগুলো কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ওই মরা মুরগী যে খাবে সে নানান রোগে আক্রান্ত হবে। যেমন ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওসহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস অভিযুক্ত মরা মুরগী ব্যবসায়ী রাসেলের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০:০২:২৭   ৪৯৮ বার পঠিত