শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে জমি নিয়ে সংঘর্ষে মেম্বারসহ আহত ৩, গ্রেপ্তার-১

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে জমি নিয়ে সংঘর্ষে মেম্বারসহ আহত ৩, গ্রেপ্তার-১
শনিবার, ১৭ এপ্রিল ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বর্তমান চরপাতা ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল খালেককে (৭৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন তারা হলেন, মেয়ে নুরতাজ বেগম ও তার ছেলে মোঃ রাছেল। তারা সবাই দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়েজউদ্দিন হাওলাদার বাড়ীতে। এঘটনায় ভুক্তভোগী আব্দুল খালেক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

---

আহত আব্দুল খালেক জানান, ‘তার সঙ্গে স্থানীয় শুক্কুর আলীর ২৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। গতকাল ওই বিরোধপূর্ণ জমিতে শুক্কুর আলীগংরা  বসতঘর উত্তোলন করতে গেলে তারা বাধাঁ দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে শুক্কুর আলীর নেতৃত্বে আলাউদ্দিন,রুবেল আজিজল , মিজানসহ ১০/১৫জন মিলে তাদেরকে লাঠিসোটাঁ দিয়ে বেধরক হামলা চালায়। এতে তারা গুরত্বর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনার পর অভিযুক্তরা গা-ডাকা দিয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:২১:৩১   ৩৬৮ বার পঠিত