শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
শুক্রবার, ২ এপ্রিল ২০২১



ইয়াছিনুল ঈমন ॥
মাস্ক ব্যবহার না করায় ভোলার ৬ উপজেলায় ৭২ জনকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। করোনা সংক্রমনরোধে জনসচেতনা সৃষ্টিতে ২ শুক্রবার ভ্রাম্যমান আদালত এ জরিমান আদায় করে। এ নিয়ে গত দুই দিনে জেলায় ৪১৩ জনকে জরিমানা করা হলো।

---

স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর (২৩টি), লালমোহন (৯টি), চরফ্যাশন (২০টি) ও মনপুরা (৪টি) উপজেলায় মোট ৫৬টি মামলায় ৭২ জনকে ১৩,৮০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয় ও জনগনের মাঝে প্রচুর পরিমাণে মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার ভোলা সদরের আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারসহ ভোলা-চরফ্যাশন মহাসড়কে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাস্ক ব্যবহার নিশ্চিতকল্পে জনসচেতনতা তৈরিসহ মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২৩টি মামলায় মোট ৫২০০/- টাকা জরিমানা করা হয় এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সহকারী কমিশনার (এসিল্যান্ড) আবু আবদুল্লাহ খান এই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জেলার ৬ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় অর্থদন্ড প্রদান করা হয়। জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয় ও জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৮   ৩৮৯ বার পঠিত