শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ২৪ জেলে আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ২৪ জেলে আটক
শুক্রবার, ২ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ ধরায় ২৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়।
জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসাবে সদর উপজেলার ধনিয়া, ইলিশা ও ভেদুরিয়া এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ। এদের কাছ অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি নৌকা জব্দ করা হয়েছে।

---

অভিযান পরিচালনা করেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসার কর্মকর্তা প্রথিক দে।
পরে আটককৃত জেলেদের ২৪ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেন।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময়ে অভায়াশ্রমে মাছ ধরার আপরাধে ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে আমাদের মৎস্য সংরক্ষণ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩০   ৪৪৫ বার পঠিত