শনিবার, ১১ মে ২০২৪

লালমোহনে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১
রবিবার, ৮ নভেম্বর ২০২০



লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার বদরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সেলিম মাষ্টার গংদের হামলায় লোকমান মৃধা (৪৫) নামের একজন গুরুত্বর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের দেবীবাজার পূর্ব মাথায় মিরাজের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত লোকমান মৃধা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডচরটিটিয়া গ্রামের মৃধা বাড়ির মৃত সিদ্দিক মৃধার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, লোকমান মৃধার সম্পত্তি থেকে গত ৩/৪ মাস আগে একটি গাছ বিক্রি করেন। আজ (রবিবার) সকালে ওই গাছ কাটতে গেলে বাধা দেয় পাশ^বর্তী আশকর বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে সেলিম মাস্টার। পরে বিকেলে গাছ কাটায় বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে লোকমান মৃধা ও সেলিম মাস্টারের সাথে বাক বিত-া হয়।

 

---

লোকমানের চাচা হারুন মৃধা বলেন, বিকেলের ওই বাক বিত-ার পরে সন্ধ্যায় স্থানীয় দেবীরচর বাজারে যায় লোকমান। ওই সময় সেলিম মাস্টারের নেতৃত্বে তার ভাই ফরিদুল ও স্থানীয় মেম্বার মোকসেদ মিয়ার ছেলে হাসান পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এসময় পাশে বসে তা দেখছিলেন মোকসেদ মেম্বার।
তারা লাকড়ি দিয়ে পিটিয়ে লোকমান কে গুরুত্বর আহত করে। পরে আহতকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। আহত লোকমান বর্তমানে লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোকসেদ বলেন, ঘটনা আমার সামনে নয়। তবে আমি শুনেছি সেলিম মাস্টারের সাথে লোকমান দূর্ব্যবহার করায় উভয়ের মধ্যে বাক বিত-া হয়েছে।
এদিকে অতর্কিত হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী লোকমানের পরিবার।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৬   ৩৮৩ বার পঠিত