শনিবার, ১১ মে ২০২৪

সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে উঠান বৈঠক

প্রচ্ছদ » চরফ্যাশন » সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে উঠান বৈঠক
শনিবার, ৭ নভেম্বর ২০২০



চরফ্যাশন প্রতিনিধি ॥
প্রত্যন্ত গ্রামাঞ্চলের কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন, শিশুবিবাহ বন্ধ ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের লক্ষ্যে চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে যমুনা কিশোর-কিশোরী ক্লাবের কমিউনিটি ভিত্তিক সাপ্তাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ও ইউনিসেফের সহযোগিতায় ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাল রাড়ী বাড়িতে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

---

এ সময় উপস্থিত ছিলেন চরমাদ্রাজ ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাজেরা বেগম, এপিসি প্রজেক্টের চাইল্ড রাইটস ফ্যাসিলেটেটর ইলিয়াস আহমেদ, স্কুল শিক্ষক জিয়াউর রহমান, মসজিদের ইমাম মো. মাইনুদ্দিন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ এবং পরিচালনায় ছিলেন ক্লাবের পিয়ার লিডার সানজিদুল ইসলাম ও মোসাঃ রিমা বেগম, সদস্য হাবিব, রাকিব, সামীম সহ অন্যরা।
এসময় কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধিতে “কিশোর-কিশোরীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম” অ্যাপের ব্যবহার এবং অ্যাপ থেকে কৈশোর স্বাস্থ্য ও কৈশোর কালীন পুষ্টি, শিশুবিবাহ নিয়ে আলোচনা করা হয়।
চাইল্ড রাইটস ফ্যাসিলেটেটর ইলিয়াস আহমেদ বলেন, “১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে হলে নানা রকম সমস্যা দেখা দেয়া। তারা নিজেরা অপুষ্টির শিকার হয় এবং অপুষ্ট সন্তান জন্ম দেয়। একটি দেশের স¤পদ যেখানে জনগন, সেখানে শিশুরা দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাই বাল্যবিবাহ মোকাবেলায় তোমাদেরকেই আগে সচেতন হতে হবে।”

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৬   ৩৭৭ বার পঠিত