ভোলায় অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০



আজকের ভোলা রিপোর্ট ॥
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোলায় অনূর্ধ্ব-১৫ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনলা খেলা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে এই ফাইনাল খেলায় ট্রাইবেকারে বাপ্তা রিয়াল মাদ্রিদ ২-১ গোলের ব্যবধানে আবহাওয়া অফিস রোড বার্সোনালকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে নির্ধারিত সময়ে দুদলের খেলা গোল শূন্য ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ২-১ গোলে জয় পায় বাপ্তা রিয়াল মাদ্রিদ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক বেনু পালের আয়োজনে টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাপ্তা রিয়াল মাদ্রিদ এর শামিম আর টুর্নামেন্ট সেরা হন রাব্বি।

---

ফাইনলা খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক রাইসুল আলম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়ছাল হোসেন, শফিকুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলার মনজরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন, যুগ্ম-সম্পাদক রাজীব চৌধুরী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মো: সাহিদ গোলদার, সুমন খান, সাংবাদিক হামিদুর রহমান হাসিব, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, চ্যানেল-২৪ সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ক্রীড়া সংগঠক বেনু পাল অনূর্ধ্ব-১২, ৮ বছর বয়সে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন। এর মাধ্যমে উঠে আসবে নতুন প্রজন্মের ফুটবলার এমনটাই প্রত্যাশ করেন সবাই। ফাইনালে  সঞ্চালনা করেন তালহা তালুকদার বাধঁন, বিপ্লব।

বাংলাদেশ সময়: ০:০৫:২৫   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ