শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় টেকশই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে ৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » জেলা » ভোলায় টেকশই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে ৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় টেকশই বাঁধ নির্মান ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবীতে বালুবাহি জাহাজ মালিক সমিতির সংবাদ সম্মেলন করেছে। রবিবার (২৭ সেপ্টম্বর) ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

---

ভোলা বালুবাহি জাহাজ মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক গাজী লিখিত বক্তব্যে জানান, ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হওয়ায় সাগরমুখী পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছ, এতে ভোলায় নদী ভাঙ্গণ দেখা দেয়। এছাড়াও ডুবোচরের কারণে চট্টগ্রাম থেকে খুলনামুখী জাহাজ এবং ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল মারাতœক বিঘিœত হচ্ছে, এতে চরম দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ডুবোচর অপসারন প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি টেকশই বাঁধ নির্মানাধীন ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবী তোলেন। দাবীগুলো হচ্ছে, জাহাজ পরিবহনের হয়রানি বন্ধ, কার্গো জাহাজের নিরাপত্তা, ডুবোচর অপসারন, ভোলায় বালু মহল ঘোষনা, উত্তোলনকৃত বালু বিক্রি ও অনুমতি প্রদান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারন স¤পাদক মোঃ নুরনবী, সদস্য মোঃ জামাল, ফারুক ও হানিফসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:০৪:০২   ৩৮৩ বার পঠিত