‘সাকিবের সঙ্গে ব্যাটিংয়ে অন্যরকম মজা’: মাহমুদউল্লাহ

প্রচ্ছদ » খেলা » ‘সাকিবের সঙ্গে ব্যাটিংয়ে অন্যরকম মজা’: মাহমুদউল্লাহ
শনিবার, ১০ জুন ২০১৭



---
স্পোর্টস ডেস্ক ॥
রেকর্ড গড়া ম্যাচ জেতানো জুটি। তারপর আর বলার অপেক্ষা রাখে না উইকেটে পরস্পরের সঙ্গ কতটা উপভোগ করেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। তবে জুটির জমে ওঠার রসায়নটা বেশ কৌতূহল জাগানিয়া। দুজনের জুটিতে বন্ধ থাকে মুখ, চলে শুধু ব্যাট!
৩৩ রানে ৪ উইকেট হারানো দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ ও সাকিব। দুজনে গড়েছেন ২২৪ রানের জুটি। বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে যেটি প্রথম দুইশ রানের জুটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
বিপর্যয়ের সময়টায় কি বলেছিলেন দুজন পরস্পরকে? সেখান থেকে জয়ের পথ এগিয়ে চলার সময়টাতেই বা কি কথা হচ্ছিলো? প্রশ্ন শুনে হাসলেন মাহমুদউল্লাহ। এত কথাই যে হয়নি!
“ওর সঙ্গে ব্যাটিংয়ের অন্য মজা। সবসময়ই অনুভব করি এটা। ওর সঙ্গে ব্যাটিংয়ের সময় অত কথাবার্তা হয় না। ও হয়ত ওর মতো বলে, ‘রিয়াদ ভাই ঠিক আছে, খেলে যান।’ আমিও বলি সাকিব ঠিক আছে। এতটুকুই।”
“আজকেও একইরকম ছিল। আমরা চুপচাপ ব্যাটিং করে গেছি। শেষের দিকে বোল্ট যখন ফিরল, তখন একটু বলেছি যে এখন সুইং করছে। মিল্ন এলো, বল একটু রিভার্স করছিল। এসব নিয়ে টুকটাক কথা। এর বেশি কিছুই নয়।”
দুজনের মধ্যে আগে সেঞ্চুরি হয়েছে সাকিবের। ছক্কা মেরে যখন সেঞ্চুরি স্পর্শ করলেন সাকিব, উল্লাসটা বেশি দেখা গেল মাহমুদউল্লাহর। নিজের অর্জনে সাকিব ছিলেন নির্লিপ্ত, কিন্তু মাহমুদউল্লাহর উচ্ছ্বাস ছিল দেখার মতো। সতীর্থের সেঞ্চুরিটা তিনি চাইছিলেন খুব করে।
“ওর যখন একশ হয়েছে, আমিই মনে হয়, বেশি রোমাঞ্চিত ছিলাম ওর চেয়ে। খুব ভালো লেগেছে। মনে প্রাণে চেয়েছিলাম ওর সেঞ্চুরিটা হোক। খুবই ভালো ব্যাটিং করেছে।”
সাকিব ভালো করেছেন, মাহমুদউল্লাহও ছিলেন দুর্দান্ত। কথা বলেছে দুজনেরই ব্যাট। মুখে কথা বলার দরকার কী!

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৯   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ