বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলা হবে দূর্নীতিমুক্ত জেলা- লালমোহনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

প্রচ্ছদ » জেলা » ভোলা হবে দূর্নীতিমুক্ত জেলা- লালমোহনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন উপজেলার মানসম্মত শিক্ষা, মাদক, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
বুধবার সকাল ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, কৃষি কর্মকর্তা এম এম শাহাবুদ্দিন আহমেদ, ওসি মীর খায়রুল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, মহিলা উদ্যোক্তা আংকুরা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম প্রমুখ।
সভার কার্যক্রম উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নবী। সভা শেষে ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরন করা হয়।
পরে দুপুর ২টায় লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে অধ্যক্ষ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ওসি মীর খায়রুল কবির অত্র কলেজের শিক্ষক, অভিভাবক ফকরুল আলম, ছাত্রী আয়েশা রেদওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:১৩:০৩   ৩১৮ বার পঠিত