ভোলায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে হ্যান্ডবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে হ্যান্ডবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় তৃর্ণমূল পর্যায়ে মহিলাদের খেলাধুলা অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে “জেলা পরিষদ” হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ ফেব্রুয়ারী) বিকালে গজনবী স্টেডিয়ামে টানটান উত্তেজোনা পূর্ণ ফাইনাল খেলায় চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয় ৫-২ সেটের ব্যবধানে নলীনি দাশ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সায়লা সোহানী, সাবেক মহিলা এমপি এডভোকেট মমতাজ বেগম, জেলা রেড ক্রিসেন্ট এর নির্বাহী সদস্য শাহিনা আক্তার, নাসরিন জাহান খান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুবা কাদের, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা লিপিয়া খানম, অধ্যক্ষ খালেদা খানম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফয়সেল আহমেদ, যুগ্ম-সম্পাদক ফজিলাতুন্নেছা বিকু, কোষাধ্যক্ষ মুসরীন আক্তার, হামিদা আক্তার, নাসিমা আক্তার প্রমুখ।
এর আগে কাবাডি খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নলীনি দাশ মাধ্যমিক বিদ্যালয় ৩১-৮ সেটে চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। টুর্নামেন্টে সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১:১২:১৮   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ



আর্কাইভ