বুধবার, ১ মে ২০২৪

তজুমদ্দিনে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮



---
তজুমদ্দিন প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় তজুমদ্দিনে জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ২টি ভেন্যুসহ ৪টি কেন্দ্রে জেএসসির বাংলা এবং জেডিসির কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল কেন্দ্রে মোট ১৫টি বিদ্যালয়ের ৮শ ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭শ ৮৫ জন। অনুপস্থিতি রয়েছে ১৪ জন। মাদ্রাসা কেন্দ্রে মোট ১৫টি মাদ্রাসা থেকে ৬শ ৬৮জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬শ ৪৪ জন। অনুপস্থিত রয়েছে ২৪ জন। স্কুল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জন দে বলেন, নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে আশা করি আগামী পরীক্ষাগুলো এভাবেই চলবে। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার দাস বলেন, নকল মুক্ত সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩৮   ৫৪৩২ বার পঠিত