বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় বজ্রপাত থেকে বাঁচতে ‘আমরা ভোলাবসী’ সংগঠনের ব্যাতিক্রম উদ্যোগ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বজ্রপাত থেকে বাঁচতে ‘আমরা ভোলাবসী’ সংগঠনের ব্যাতিক্রম উদ্যোগ
মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥
গত কয়েক বছরে ভোলায় বজ্রপাতে কৃষকসহ কয়েক শত মানুষের প্রাণহাণী ঘটেছিলো। তাই এই বজ্রপাত থেকে ভোলাবাসীকে নিরাপদে রাখতে ভোলায় ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন ‘আমরা ভোলাবাসী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ভোলার বিভিন্ন সড়কের পাশে কয়েক লক্ষ তালগাছ লাগানোর উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করছেন। বাস্তবায়নের প্রথম দিনে গতকাল ভোলা পৌর আলগী ও গাজীপুর রোড আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনটি ৩ হাজার তাল গাছের চারারোপন করেন। পর্যায়ক্রমে এবছর আরো ১৬ হাজার তালগাছের চারারোপন করবেন। সংগঠনটির আহ্বায়ক ফারুক সিকদারের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সোলায়মান মামুন, মিজানুর রহমান, শেখ ফরিদ, আব্দুল মতিনসহ শতাধিক স্বেচ্ছাসেবী। সকাল ১০টায় শুরু হয়ে প্রথমদিনের কর্মসূচি বিকেল ৩টায় শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৬   ৪০৪ বার পঠিত