রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে চার চোর আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় পুলিশের বিশেষ অভিযানে চার চোর আটক
শনিবার, ২ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদ উল আযাহ উপলক্ষে ভোলায় পুলিশের বিশেষ অভিযানে চার জন সন্দেহ ভাজন চোর আটক করেছে ভোলা সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে  ঘর ভাঙ্গার কাজে সরঞ্জামাদি, গ্রীল কাটার মেশিন, রেঞ্জ, ছুড়ি ও বেশ কিছু মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে চুরি করার পরিকল্পনা কথা স্বীকার করেন। এরা হলেন, মো: জামাল (৩৫), মো: সবুজ (৩৭), মো: রিপন আলী (৩২), মো: কামরুল হোসেন (২৬), ইলিয়াছ। এরা সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনিবার দুপুরে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ সরদার প্রেস ব্রিফিং এর মাধ্যমে তথ্য জানায়।

---

এসময় তিনি জানায়, ঈদ কে সামনে রেখে ভোলার বিভিন্ন এলাকায় চুরির উপদ্রপ বেরে গেছে। তাই  ভোলা জেলা পুলিশ সুপার নির্দেশনায় রাত্রিকালিন চেক পোস্ট এর অভিযান আমরা বাড়িয়েছি। এর ধারাবাহিকতায় গতকাল রাত ১ টার দিকে ভোলা থানার একটি টিম চেক পোস্ট অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ৪জনকে আটক করে থাকেন। এসময় তাদের কাছে  চোরাইকাজে ব্যবহৃত মালামাল জব্দ করেন। পরে তাদেরকে পুলিশ জিজ্ঞাসা বাদ করলে তারা বিভিন্ন জায়গার চুরি করছে বলে স্বীকার করছে। তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার পরে জানানো হবে।আটকদের বিরুদ্ধে ভোলায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৪   ২৬৯ বার পঠিত