বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে: এমপি মুকুল

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে: এমপি মুকুল
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২



আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি। ওই সময় তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। কমিউনিটি ক্লিনিক চালু করেছে। প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল (এমপি) এসব কথা বলেন।

---

বুধবার সকাল ১১টায় বোরহানউদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের সম্মেলন কক্ষে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার,নার্স নিয়োগ দিয়েছে। এসব কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। পঁচিশ তারিখে উদ্বোধন হবে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু। যা এখন বিশ্ব ব্যাংক সহ সারা বিশ্বের বিস্ময়।তিনি আরও বলেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও সভায় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৪:২৯:২২   ২৭৭ বার পঠিত