বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জৌনপুরের মেঝ হযরত সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী আর নেই ॥ বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের শোক প্রকাশ

প্রচ্ছদ » ইসলাম » জৌনপুরের মেঝ হযরত সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী আর নেই ॥ বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের শোক প্রকাশ
শনিবার, ৪ জুন ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
ভারতের জৌনপুরে মেঝ পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী ছাহেব আর নেই। শনিবার (০৪ জুন) সকালে ভারতের উত্তর প্রদেশ রাজধানী লক্ষ্মৌর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী শতাব্দী কাঁপানো পরাক্রমশালী ব্যক্তিত্ব নিয়ে যাঁরা আবির্ভূত হন, যাঁরা গনমানুষকে মুগ্ধ করেন আখলাক ও আদর্শ দিয়ে, সে কালজয়ী মহাপুরুষ হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী (রঃ) এর বংশের যোগ্য উত্তরসূরি উজ্জ্বল নক্ষত্র।
হযরত মাওঃ মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ ছিদ্দিকী বাংলাদেশে আসলে চরফ্যাশন লালমোহন ক্যাম্পগুলোতে বেশি সময় দিতেন। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

---

এই মহান সাধক জৌনপুরে মেঝ পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী ছাহেবের ইন্তেকালে মাদরাসা শিক্ষকদের একমাত্র সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। শোক বার্তায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, জৌনপুরে মেঝ পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী ছাহেবের ইন্তেকালে আমরা একজন উজ্জল নক্ষত্রকে হারিয়েছি। তিনি সারাজীবন দ্বীনের খেতমত করেছেন। ইসলাম প্রচারের জন্য ভোলাসহ বাংলাদেশ তথা উপমহাদেশের বিভিন্ন এলাকায় সফর করেছেন। মহান রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতের আলা মাকাম দান করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৭   ৩৫৯ বার পঠিত