বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নৌযান বন্ধ, সারা দেশের সাথে বিচ্ছিন্ন মনপুরা উপকূল

প্রচ্ছদ » মনপুরা » নৌযান বন্ধ, সারা দেশের সাথে বিচ্ছিন্ন মনপুরা উপকূল
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১



---

মনপুরা প্রতিনিধি ॥
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মেঘনা ও বঙ্গোপসাগর উত্তাল। এতে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। সোমবার সকালে থেকে ঢাকা, বরিশাল, নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাসন, লালমোহন ও তজুমুদ্দিন সহ ১০ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
এছাড়াও সোমবার সকালে ভারী বর্ষণে রাস্তা-ঘাট ও ফসলের ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। এর আগে রোববার বিকেলে থেকে রাতভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে নৌ চলাচল বন্ধ থাকায় রোগীদের ভোলা বা ঢাকায় চিকিৎসা নিতে পারছেনা। অপরদিকে জেলা ও ঢাকা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারছেনা অনেকে।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা ও সাগর উত্তাল থাকায় বিআইডব্লিউ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন মনপুরার সকল নৌযান চলাচল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:২৭   ৩০৪ বার পঠিত