বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালী অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালী অনুষ্ঠিত
সোমবার, ১ নভেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ভোলায় যুব র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী ভোলা হাটখোলা জামে মসজিদ চত্ত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন ভোলা উত্তরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম আরিফ, সহ-সভাপতি মাও. শোয়াইব আহমেদ, সাধারন সম্পাদক মাও. আনোয়ার হোসেনসহ সংগঠনটির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

---

এসময় বক্তারা বলেন, দেশে শিক্ষিত যুবকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার শতভাগ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যার্থ হয়েছে। বিভিন্ন অফিস আদালতগুলোতে পদ খালি থাকার পরও সরকার সেগুলোতে নিয়োগ দিচ্ছে না। যুবকরা চাকুরি না পেয়ে মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এখনই সময় দেশে কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের কর্মমূখী করার। এটি যদি করা না যায় তাহলে দেশ অন্ধকারের দিকে চলে যাবে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগনে নাভিশ্বাস উঠেছে। মন্ত্রীরা এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। কম আয়ের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আয়ের সাথে ব্যায়ের মিল করতে পারছে না। তারা বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে বরং মানুষকে কম খাওয়ার অভ্যাস তৈরি করতে বলে। যা খুবই দুঃখজনক। বক্তারা বলেন, দেশের চলমান ইউপি নির্বাচনগুলোতে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সংশয় রয়েছে। দলীয় প্রতীক থাকায় সরকার দলীয় সমর্থিত প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার করছেন। যার ফলে অন্যান্য প্রার্থীরা উৎকন্ঠার মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে যাতে হয়। এ জন্য প্রশাসনের প্রতি আন্তরিক সুদৃষ্টি কামনা করছি।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৩   ৪২৪ বার পঠিত