বুধবার, ১ মে ২০২৪

চরফ্যাসনে রিয়াজ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাসনে রিয়াজ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি
বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার চরফ্যাসনে রিয়াজ হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ভোলায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। বুধবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে নিহত রিয়াজের বাবা, মা ও ভাইসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন রিয়াজের বাবা-মা। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে রিয়াজের ভাই সবুজ লিখিত বক্তব্যে বলেন, তাদের বাড়ি চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানাধীন উত্তর আইচা গ্রামে। তার ছোট ভাই রিয়াজ (১৮) জেলে নৌকায় বাবুর্চির কাজ করতেন। কয়েক মাস আগে প্রতিবেশী মরিয়ম বেগমের মেয়ে শাহনাজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই আমার ভাই রিয়াজকে শাহনাজের মা মরিয়ম বেগম, জসিম, রাজিব, সবুজ, রহিম মাঝিসহ আরও কয়েকজন মিলে রিয়াজকে নৌকা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা উক্ত ঘটনায় থানা পুলিশের কোন সহায়তা পাইনি। বরং পুলিশ হত্যার ঘটনাটিকে বিষপানে আত্মহত্যা বলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এদিকে হত্যাকারীরা প্রভবাশালী হওয়ায় আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। অবশেষে আমরা হত্যা ঘটনার ১৪ দিন পর আদালতে মামলা দায়ের করেছি। কিন্তু পুলিশ এখনো হত্যাকারীদেরকে গ্রেফতার করেনি। আপনাদের মাধ্যমে অবিলম্ভে আসামীদেরকে গ্রেপতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, এ ঘটনার পর দিন ভোরে পুলিশ রিয়াজের লাশ থানা নিয়ে যায় এবং ময়না তদন্ত শেষে লাশ দ্রুত লাশ দাফন করতে বাধ্য করে। তিনি অভিযোগ করেন, আসামীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দয়ার চেষ্টা চলছে। তারা বিভিন্ন মহলকে ম্যানেজ করে হত্যার বিষয়টিকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্ট করছে। এদিকে আসামী পক্ষ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে তাদেরকে চাপ ও হুমকি ধামকি দিচ্ছে। এমনকি বিভিন্ন লোক মারফত তাদেরকে টাকা দেয়ার প্রস্তাবও করছে। কিন্তু তারা এই হত্যাকা-ের উপযুক্ত বিচার দাবি করেন।
চরফ্যাসনে রিয়াজ
হত্যাকারীদের
অবিলম্বে গ্রেপ্তার ও
বিচার দাবি
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার চরফ্যাসনে রিয়াজ হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ভোলায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। বুধবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে নিহত রিয়াজের বাবা, মা ও ভাইসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন রিয়াজের বাবা-মা। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে রিয়াজের ভাই সবুজ লিখিত বক্তব্যে বলেন, তাদের বাড়ি চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানাধীন উত্তর আইচা গ্রামে। তার ছোট ভাই রিয়াজ (১৮) জেলে নৌকায় বাবুর্চির কাজ করতেন। কয়েক মাস আগে প্রতিবেশী মরিয়ম বেগমের মেয়ে শাহনাজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই আমার ভাই রিয়াজকে শাহনাজের মা মরিয়ম বেগম, জসিম, রাজিব, সবুজ, রহিম মাঝিসহ আরও কয়েকজন মিলে রিয়াজকে নৌকা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা উক্ত ঘটনায় থানা পুলিশের কোন সহায়তা পাইনি। বরং পুলিশ হত্যার ঘটনাটিকে বিষপানে আত্মহত্যা বলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এদিকে হত্যাকারীরা প্রভবাশালী হওয়ায় আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। অবশেষে আমরা হত্যা ঘটনার ১৪ দিন পর আদালতে মামলা দায়ের করেছি। কিন্তু পুলিশ এখনো হত্যাকারীদেরকে গ্রেফতার করেনি। আপনাদের মাধ্যমে অবিলম্ভে আসামীদেরকে গ্রেপতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, এ ঘটনার পর দিন ভোরে পুলিশ রিয়াজের লাশ থানা নিয়ে যায় এবং ময়না তদন্ত শেষে লাশ দ্রুত লাশ দাফন করতে বাধ্য করে। তিনি অভিযোগ করেন, আসামীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দয়ার চেষ্টা চলছে। তারা বিভিন্ন মহলকে ম্যানেজ করে হত্যার বিষয়টিকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্ট করছে। এদিকে আসামী পক্ষ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে তাদেরকে চাপ ও হুমকি ধামকি দিচ্ছে। এমনকি বিভিন্ন লোক মারফত তাদেরকে টাকা দেয়ার প্রস্তাবও করছে। কিন্তু তারা এই হত্যাকা-ের উপযুক্ত বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১:৩৬:৫২   ৪০১ বার পঠিত