বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভোলায় ১৪ জনের কারাদন্ড, ২২ জনের জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ১৪ জনের কারাদন্ড, ২২ জনের জরিমানা
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারনে ঘোরাঘুরির অপরাধে ১৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২ জনের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ৫টি ভ্রাম্যমান আদালত এ জেল জরিমানা করে। দন্ডাপ্রাপ্তদের মধ্যে ভোলা সদরে ১৪ জন। এয়াড়া ভোলা সদর ও লালমোহন উপজেলায় ২২ জনের ৩৭ হাজার ১’শ টাকার জরিমানা করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৪ জনকে ৩৪হাজার ২’শ টাকা এবং লালমোহনে ৮ জনকে ২ হাজার ৯’শ টাকার জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলায় ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ  অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনের কারাদন্ড এবং ২২ জনের জরিমানা করা হয়েছে। ৩৬ মামলায় এ জেল-জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলার সাত উপজেলায় সর্বমোট ৮২ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২ হাজার ৭১৭৩ জনকে ১৭ লাখ ৮২ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৭   ২৭৪ বার পঠিত