বুধবার, ১ মে ২০২৪

ভোলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৪৩

প্রচ্ছদ » জেলা » ভোলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৪৩
বুধবার, ১৪ জুলাই ২০২১



স্টাফ রিপোর্টা ॥
ভোলায় একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। পিসিআর ল্যাবে ১১৯ টি নমুনা পরীক্ষা করে এ করোনা রোগী শনাক্ত হয় যার হার ৫১ দশমিক ১৭। এর আগে জেলায় গত ১৪ এপ্রিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিলো ৪১ জন। অর্থাৎ ৩ মাস পর নতুন করে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছাড়াল। বুধবার  (১৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে জেলায় ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন। তবে এসময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৩৬৭ জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯ জন। বর্তমানে আক্রান্ত আছেন ২৯২ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২২ জন।

---

গত ১৪ মাসে জেলায় মারা গেছেন ২৬ জন। যাদের মধ্যে গত ৬ মাসেই ২০ জনের মৃত্যু হয়। জেলার সাত উপজেলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৩০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১৭ হাজার ৬২৯ জনকে। এদিকে গত দুই সপ্তাহ ধরে জেলায় করোনা সংক্রমণের হার দ্বিগুন রয়েছে।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সিরাজ উদ্দিন জানান, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড রয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩টি আইসিইউ বেড, ৬টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও সেন্ট্রাল অক্সিজেন সারাদিন চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:০৩   ৩৮৭ বার পঠিত