বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মেয়র প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মা ফিরোজাজ্জামান

প্রচ্ছদ » জেলা » মেয়র প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মা ফিরোজাজ্জামান
সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
৫ম ধাপে ভোলা পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনিরের মা ফিরোজাজ্জামান। রবিবার সকালে ভোলা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

---

এ সময় সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মেয়র মনিরুজ্জামানের ভাই আশরাফুজ্জামান রাজিব, স্ত্রী মারিয়াজ্জামান, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ হাসান প্রমূখ। এ ছাড়াও জেলা এবং পৌরসভা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁর সমর্থনে জেলা  নির্বাচন অফিসারের কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (৩০ জানিয়ারী) বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত সভায় ৫ম ধাপে দেশের ৩১টি পৌরসভার আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রদান করে তালিকা চুড়ান্ত করা হয়। এতে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টানা দুই বারের নির্বাচিত মেয়র ভোলা জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

বাংলাদেশ সময়: ২:১৮:৪৯   ৪৯৬ বার পঠিত