রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সংলাপ’ অনুষ্ঠতি

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সংলাপ’ অনুষ্ঠতি
রবিবার, ৮ নভেম্বর ২০২০



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগনের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানসমুহের ভুমিকা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ‘চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি’র জলবায়ু ও অভিযোজন প্রকল্পের আয়োজনে ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ সহযোগীতায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলার জেলার প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক।
স্বাগত বক্তব্য রাখেন, সিডিএস পরিচালক জাহানারা বেগম স্বপ্না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তরা। একই সাথে জলবায়ু পরিবর্তন থেকে রক্ষায় সামাজিক বনায়ন, উচু বাঁধ নির্মান, ভাঙ্গন রোধ ও জনসংখ্যা নিয়ন্ত্রনসহ নানা দিক তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে মানুষকে খাপ খাওয়ানোর বিভিন্ন কৌশলগুলো তুলে ধরছে এনজিও।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৫   ৪৫৫ বার পঠিত