বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় ৭ চরে বিদ্যুৎ সুবিধা দিতে সাবমেরিন ক্যাবলের কাজ শুরু

প্রচ্ছদ » জেলা » ভোলায় ৭ চরে বিদ্যুৎ সুবিধা দিতে সাবমেরিন ক্যাবলের কাজ শুরু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০



স্টাফ রিপোর্টার ॥
ভোলার মূল ভূ-খ- থেকে বিচ্ছিন্ন ৭টি চরের মানুষকে বিদ্যুতের আওতায় আনতে সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার ভোলা সদরের শাহবাজপুর পর্যটন কেন্দ্রের পাশে মেঘনা পাড়ে দোয়া অনুষ্ঠানের পর মাটি কেটে এ ক্যাবল স্থাপনের কাজ শুরু করা হয়। ভোলা সদরের মদনপুর, কাচিয়া, মাঝেরচরসহ ৭টি চরের লক্ষাধিক মানুষকে বিদ্যুতের আওতায় আনার জন্য এ সাব মেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হয়।

---

এ সময় উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল বাশার আজাদ, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ অপুসহ বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যান। পল্লী বিদ্যুতের অধীন টেকনোট্রেডার্স কনস্ট্রাকশন মূল ভূ-খ- থেকে মধ্য মেঘনার চরগুলোর মধ্যে ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপনের এ কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করবে বলে জানান পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম।
এ সময় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।

বাংলাদেশ সময়: ০:৪১:১০   ৯৬৭ বার পঠিত