শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় ডেঙ্গু আক্রান্ত ৯৫, চিকিৎসাধীন ৩৭

প্রচ্ছদ » জেলা » ভোলায় ডেঙ্গু আক্রান্ত ৯৫, চিকিৎসাধীন ৩৭
শুক্রবার, ৯ আগস্ট ২০১৯



---

ছোটন সাহা ॥

ভোলায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহে জেলায় এ পর্যন্ত ৯৫ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে এখনো চিকিৎসাধীন ৩৭ জন রোগী। ৫৮ জন চিকিৎসা নিয়ে চলে গেলেও ঢাকায় রেফার করা হয়েছে ৭ জনকে।

ভোলার চার উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সদর হাসাপাতালে ২৫ জন, চরফ্যাশনে ৯ জন, তজুমদ্দিনে ১ জন ও মনপুরা হাসাপাতালে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। যাদের মধ্যে ৩ জন নারী। মোট আক্রান্তদের মধ্যে ১০ জন স্থানীয় রোগী হলেও বাকিরা ঢাকা থেকে আগত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার।

তিনি জানান, রোগীদের পর্যপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। সদর হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরন এন্টিজেন্ট কিডস থাকলেও অন্য স্বাস্থ্য কমপ্লেক্সে তা নেই, তবে দু’একদিনের মধ্যে তা চলে আসবে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। সুস্থ্য হয়ে রোগীরা ফিরে যাচ্ছেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে ভোলা পৌরসভাসহ বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় মশোধ নিধন ও পরিস্কার-পরিচ্চন্নতা কার্যক্রম চলছে। তবুও ডেঙ্গু আতংকে রয়েছেন মানুষ। দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তিত সাধারনন মানুষ। জ্বরে আক্রান্ত হলেই রোগীরা ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গুর পরীক্ষা-নিরিক্ষা করতে ছুটে আসছেন। এসব প্রতিষ্ঠানে রোগীদের ভীড়।

ভোলার সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার সাত উপজেলার ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করছে। সচেতনতামূলকসভা, স্বাস্থ্যশিক্ষা প্রশিক্ষণ, পরিচ্চন্নতা অভিযানসহ নানা কর্মসূচী অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৩   ৪৯০ বার পঠিত