ভোলা-লক্ষীপুর রুটে উভয় পাড়ে আটকে আছে ৬শতাধিক যানবাহন

প্রচ্ছদ » জেলা » ভোলা-লক্ষীপুর রুটে উভয় পাড়ে আটকে আছে ৬শতাধিক যানবাহন
বুধবার, ২৪ জুলাই ২০১৯



---

ছোটন সাহা ॥

যান্ত্রিক ত্রুটির কারনে বিকল হয়ে পড়ায় ভোলা-লক্ষীপুর রুটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন। বুধবার (২৪ জুলাই) থেকে নতুন একটি ফেরীসহ দুটি ফেরী থাকলেও উভয় পাড়ের জট কমছে না। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ঘাটে দিনের পর দিন অপেক্ষা করেও ফেরীর দেখা পাওয়া যাচ্ছে না তারা। এতে করে  দুই পাড়ে দীর্ঘ লাইন পড়ায়  গন্তব্যে যেতে পারছে না পন্যবাহি ট্রাকসহ অন্যান্য যানবহান। এতে চরম বিরম্বনার, দুর্ভোগ আর লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

সুত্র জানিয়েছে, দেশের সবচেয়ে দীর্ঘতম ভোলা-লক্ষীপুর ফেরী রুটটি দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। এ রুটে কনকচাপা, কৃষানী ও কলমিলতা নামে ৩টি ফেরী নিয়মিত চলাচল করে আসছিলো।  কিন্তু গত ৩দিনে আগে ২টি ফেরী যান্ত্রিক ত্রুটির কারনে বিকল হয়ে পড়ায় যানবাহন পারাপারে মারাতœক বিঘেœর সৃষ্টি হচ্ছে।

ট্রাক চালকরা জানান, ঘাটে তারা ৬/৭ দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু গন্তব্যে যেতে পারছেন না, কবে যেতে পারবেন তাও তাদের জানা নেই। তাদের অভিযোগ, দিনে একবার ফেরী চলাচল করে, তাই ঘাটেই বসে থাকতে হয়। ফেরী সচল না হওয়া পর্যন্ত ভোগান্তি পোহাতে হবে। কয়েকজন ট্রাক চালক জানান, ভোলা-লক্ষীপুর রুটটি গুরুপ্তপূর্ন হলেও অবহেলিত, একের পর এক সমস্যা লেগেই আছে। এখাতে বাড়তি ফেরী প্রয়োজন। সামনে ঈদ খুব দ্রুত ফেরীর সমস্যার সমাধান না হলেও ভোগান্তির সীমা থাকবে না।

ঘাটে গিয়ে জানা গেল, একটি মাত্র সচল ফেরী দিয়ে কিছুটা যানবাহন পারাপার হলেও ফেরীর ট্রিপ কমে যাওয়ায় উভয় পাড়ে পরিবহনের  দীর্ঘ লাইনজটের সৃষ্টি হয়েছে। জট কমাতে বুধবার আরো একটি ফেরী যুক্ত করা হয় কিন্তু কিছুতেই জট কমছে না। এতে চরম দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে পড়েছে ট্রাক ও পরিবহন শ্রমিকরা।

কবে নাগাত ফেরী সচল হবে তাও জানেনা কেউ। বেশীরভাগ ট্রাকই ঘাটে ৫/৭দিন ধরে আটকে আছে। একের পর এক সমস্যার কারনে এ রুটটি এখন বিরম্বনায় আর ভোগান্তিতে অতিষ্ট চলাচলকারীরা । তাই এখানে আরো ফেরী চালুর দাবী তাদের। তবে খুব দ্রুত ফেরী সচল হবে বলে জানিয়েছেন ফেরীর বিআইডব্লিটিসির ম্যানেজার মো: এমরান খান। তিনি বলেন, ৩ টির মধ্যে দুটি  ফেরী বিকল রয়েছে, সেগুলো মেরামত কাজ চলছে। ঘাটের জট কমাতে আরো একটি সহ মোট দুটি ফেরী চলছে। শুক্রবারের মধ্যে সব ফেরী সচল হবে বলে আশা করছি। ফেরীগুলো সচল হলে এক সপ্তাহের মধ্যে  জট কমে যাবে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৪   ৫৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ