মাদক দুর্নীতির সাথে কোনো আপোষ নয়: এমপি শাওন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » মাদক দুর্নীতির সাথে কোনো আপোষ নয়: এমপি শাওন
মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯



---
শাহিন আলম মাকসুদ / নুরুল আমিন ॥
ভোলা-৩ আসনে তিনবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাদক-দুর্নীতি-সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়। কঠোরভাবে দমন করা হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লালমোহন তজুমদ্দিনের শান্তি প্রিয় মানুষের পাশে আমি আছি। আমি থাকবো। মানসম্মত শিক্ষায় যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আলোকিত জীবন গড়তে পারে, আমি সে চেষ্টা করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। ২২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা উন্নয়ন কার্যক্রম, মানোন্নত শিক্ষা এবং মাদক ও দুর্নীতি বিরোধী কার্যক্রমের বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া শেখ হাসিনার সরকারের বড় সাফল্য।  উন্নয়নের গণজোয়ারে লালমোহনকে সাজাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনী এলাকার সকল ধরনের উন্নয়ন কাজ করবো। জনগণের ভাগ্যোন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার আন্তরিক। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এদিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সফিকুল ইসলাম বাদল, কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকালে লালমোহন পৌঁছলে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ অন্যান্য নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মী ও জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি শাওন বলেন, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা আমাকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে ঋণী করেছেন। আমি সারা জীবন আপনাদের পাশে থেকে সুখ দুঃখের ভাগিদার হবো। আপনাদের সেবা করে যাবো।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫৪   ৫৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত



আর্কাইভ