শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় রাস্তার উপর গ্যাস সিলিন্ডারে ভাজাপোড়া, অল্পের জন্য রক্ষা পেলো রড় ধরনের অগ্নি দুর্ঘটনা, দেখার কেউ নেই

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় রাস্তার উপর গ্যাস সিলিন্ডারে ভাজাপোড়া, অল্পের জন্য রক্ষা পেলো রড় ধরনের অগ্নি দুর্ঘটনা, দেখার কেউ নেই
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮




মোঃ বিল্লাল হোসেন ॥

ভোলায় মূল রাস্তার উপর চুলা বসিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন জ্বালিয়ে উত্তপ্ত তেলে বিপদ জনকভাবে প্রতি দিনই তৈরি করা হচ্ছে ভাজাপোড়া, এতে পথচারি বা রিকশাগাড়ি প্রায় প্রতি দিনই মুখোমুখি হতে হয় বড় ধরনের কোন দুর্ঘটনার আসঙ্খায়। গতকাল সন্ধ্যায় সদর রোডের বরিশাল দালানের সামনে চৌরাস্তায় ভাজাপোড়ার ভাসমান দোকানের সাথে নিয়ন্ত্রনহারা রিকশায় আঘাতে অল্পের জন্য রক্ষা পেলো রড় ধরনের অগ্নি দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একটি রিকশা যাত্রীসহ বরিশাল দালানের সামনে হয়ে যাওয়ার সময় হঠাৎ পাশের গ্যাস সিলিন্ডারসহ ভাজাপোড়া দোকানের সাথে কিছুটা লেগে যায়, এসময় ফুটন্ত তেল গাঁয়ে পরে দুই তিনজন পথচারি আহত হলেও অপর তিন চারজন পথচারি রিকশাটি ধরে ফেলতে সক্ষম হয়। এতে তুলনামূলক সামান্য ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেলো রড় ধরনের অগ্নি দুর্ঘটনা।
স্থানীয়রা জানায়, একদিকে ১৫-২০ ফুটের সংকোচিত চৌরাস্তাটিতে পথচারি ও রিক্সা গাড়ির ব্যাস্ততম চলাচল অপরদিকে চৌরাস্তায়ই মূল রাস্তা দখল করে একটি চক্র রাস্তার উপরেই গ্যাস সিলিন্ডারসহ চুলা বসিয়ে উতপ্ত তৈলে তৈরি করছে ভাজাপোড়া। এতে পথচারি বা রিকশাগাড়ির চলাচলে যেমন বিঘœ ঘটছে তেমনি প্রায় প্রতি দিনই  উতপ্ত তেল ছিটকে আহত হচ্ছে পথচারিরা। শুধু তাই নয় রিকশাগাড়িও নিয়ন্তন হারিয়ে চুলার তেলে বা আগুনে পরে পতিত হচ্ছে দুর্ঘটনায়। যেকোন সময় সিলিন্ডার বিস্ফোরনে বা উত্তপ্ত তেলে যেকোন ধরনের বড় কোন দুর্ঘটনার আসঙ্খা করছে স্থানীয়রা।
স্থানীয় দোকানিরা জানায়, আগুন ও উত্তপ্ত তেল এবং গ্যাস সিলিন্ডার এমনিতেই বিপদ জনক। দুর্বৃত্তরা রাস্তা দখল করে এসব চরম বিপদজনক ব্যাবসায় তাদেরকে বিপদগ্রস্ত করে রেখেছেন। দোকানিয়রা অনিরাপত্তায় চরম অতঙ্কের মধ্যে ব্যাবসা করছেন। তারা আরো জানায়, কিছু দিন পরপর পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টে জরিমানা করে এদেরকে উঠিয়ে দিলেও এরা প্রশাসনকে আবারো বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে পূনরায় ভাসমান ভাজাপোড়া দোকাল চালায় তারা।
পৌর এবং জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এদেরকে প্রতিহত করতে অনুরোধ জানিয়েছে পথচারি দোকানি রিকশাগাড়ি চালকসহ ভোলার সর্বস্থরের সুশিল সমাজ।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৭   ৯৪৩৬ বার পঠিত