পর্যটন দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ভোলা হবে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা

প্রচ্ছদ » জেলা » পর্যটন দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ভোলা হবে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা
বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮



---
গোপাল চন্দ্র দে ॥

পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ভোলার আয়োজনে ভোলায় পালিত হয়েছে পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্নাঢ্য একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারী কর্মকর্তা, বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিনিধি, হোটেল মালিকরা উপস্থিত ছিলেন। পরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলার অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বিটিভি প্রতিনিধি আবু তাহের, কোষ্ট ট্রাস্ট টিম লিডার রাশেদা বেগম, মৎস্যজীবি সংগঠনের নেতা নূরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল আজাদ, শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোলায় রয়েছে পর্যটনের অপার সম্ভবনা। খুব দ্রুত ভোলা হবে বাংলাদেশের মধ্যে অন্যতম পর্যটন এলাকার এবং পর্যটন জেলা। ইতিমধ্যে এখানে নানা পর্যটন কেন্দ্র সহ এলাকার সৃষ্টি হয়েছে। যাতে দেশী বিদেশী পর্যটকের আগন শুরু হয়ে গেছে। আমাদের সকলকে উদ্যোগী হয়ে এ জেলাকে পর্যটন জেলা হিসাবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, মানুষের পেটে যখন ভাত থাকে তার পেট যখন ভারা থাকে তখনই মানুষ বিনোদনের চিন্তা করে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে বর্তমানে বাংলাদেশের গড় আয় ১৭৫২ ডলার। তিনি এসময় ভোলার একটি চরকে পাইলট প্রকল্পের মাধ্যমে শুধু মাত্র বিদেশী পর্যটকদের জন্য বিশেষ ভাবে তৈরীর পরিকল্পনার কথা ও জানান।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৪   ৮৯৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ