ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মীনা দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মীনা দিবস পালিত
সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮



---
আজকের ভোলা রিপোর্ট ॥
“মায়ের হাতের খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” বিষয়কে প্রতিপাদ্য করে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ভোলায় মীনা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর হয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী অফিসার সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ব্যালীতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সামছুল ইসলাম দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালিউল ইসলাম। এসময় সহকারী শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, শিরিন সুলতানা, এজাজুল হক, আবু তাহের, নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, অফিসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন শাহিন সহ উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মীনার তাৎপর্য ও ভূমিকা তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫৫   ১০১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ