ইলিশায় দুর্ঘটনা কেড়ে নেয় ময়নাদের ঈদ আনন্দ!

প্রচ্ছদ » জেলা » ইলিশায় দুর্ঘটনা কেড়ে নেয় ময়নাদের ঈদ আনন্দ!
শনিবার, ২৪ জুন ২০১৭



---
ছোটন সাহা ॥

সামনে ঈদ তাই ৪দিন আগে ইলিশা শিকারের আশায় নদীতে শেষ বারের মত খেও (মাছ ধরতে) দিতে গিয়েছিলেন মাসুম মাঝি। কিন্তু ঝড়ের কবলে পড়ে তার নৌকাটি ডুবে যায়, এতে  মাছ, জাল এবং নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। গুরুতর আহত হয়ে বিচানায় শুয়ে দিন কাটাচ্ছেন তিনি।
৩ সন্তানকে ঈদের নতুন পোশাক কিনে দেয়া তো দুরের কথা, ঘরে চাল আনার পয়সা পর্যন্ত নেই তার ঘরে। এখন কিভাবে ঈদ করবেন সে চিন্তায় তিনি। এক দুর্ঘটনা কেড়ে নিলো তাদের ঈদ আনন্দ।
চরম কষ্টে এ কথাগুলোই বলছিলেন ভোলা সদরের দক্ষিণ রাজাপুর ইউনিয়নের মাসুম মাঝির স্ত্রী ময়না (২৫)। তিনি বলেন, কথা ছিলো মাছ বিক্রির টাকা দিয়ে ২ মেয়ে সুরাইয়া ও সুমি এবং এক ছেলে জুনাইদকে ঈদের নতুন জামা কিনে দিবেন। ঘরে আনবেন সেমাই ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় তরিতরকারি। কিন্তু ট্রলার দুর্ঘটনায় আহত হয়ে বিচানায় কাতরাচ্ছেন তিনি।
রাজাপুর নতুন বেড়ি পাড়ে দুই সন্তানকে নিয়ে এ বাড়ি ও বাড়ি যাচ্ছিলেন জেলে বধু ময়না। চোখ-মুখে দুশ্চিন্তার ছাপ।  জানতে চাইলে তিনি আরো বলেন, এক বছর আগে রাক্ষুসি মেঘনা ঘর-দুয়ার কেড়ে নেয়। ধারদেনা করে বাধের পাশে নতুন করে ঘর তুলেছি, সেই টাকা পরিশোধ হয়নি। তার মধ্যে নতুন করে জাল ট্রলার তৈরী করতেও এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋন নিয়েছি। কিন্তু ট্রলার ডুবে সব শেষ। সন্তানদের নতুন জামা তো কিনে দেয়া হলো না, এখন ঘরে রান্না  করার চাল, তেল নুন কিনারও পয়সা নেই। আমাদের ঈদ নেই’।
কান্না জড়িত কন্ঠে ময়না বলেন, পরিচিতজনদের কাছে টাকা ধার চেয়েছি কিন্তু কেউ ঈদের সময় টাকা ধার দিতে চায়না। কি করবো, ঘরে অসুস্থ স্বামী ওদিকে সন্তানদের নতুন জামা কেনা বায়না। কোন উপায় নেই, ঈদ আসে ঈদ যায় কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়না। সরকারের পক্ষ থেকে সুযোগ সুৃবিধা এলেও তা জুটে না বলে অভিযোগ তার।
শুধু ময়নাা মত প্রায় একই গল্প তাসনুরের। ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে তারও। তানসুন বলেন, দুই বছর ধরে ঘরে পঙ্গু স্বামী। ছেলে নেই, ঘরে ৩ মেয়ে।  অভাব তাড়নায় এক মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে। মাসে ২ হাজার টাকা পাঠায়, তা দিয়ে চলে চারজনের সংসার। ঈদ এসেছে কিন্তু ঘরে ঈদের আনন্দ নেই।
কান্না জড়িত কন্ঠে তাসনুর বলেন, ঈদ এলেও মেয়েদের নতুন জামা কিনে দিতে পারিনি, পাইনি সরকারি কোন সহযোগীতাও। অন্যদিনের মত ঈদের দিনও কাটবে ডাল-ভাত খেয়ে’।
ময়না ও তাসনুরের মত বাঁধের পাশে আশ্রিত অনেক পরিবার রয়েছে যারা দারিদ্রতা ও অভাব অনাটনসহ নানা  কারনে ঈদের আনন্দ করতে পারেনা। সন্তানদের কিনে দিতে পারে না নতুন জামা। ঈদে সবার জন্য খুশির বার্তা বয়ে আনলেও বাধের উপর বিবর্ন ঈদ কাটে নদী ভাঙ্গন কবলিত ছিন্নমুল মানুষদের।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৫   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ