ভোলায় পথশিশুরা পেল ঈদবস্ত্র

প্রচ্ছদ » জেলা » ভোলায় পথশিশুরা পেল ঈদবস্ত্র
বুধবার, ২১ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় অসহায় পথশিশুদের মাঝে ঈদের নতুন জাম-কাপড় বিতরন করা হয়েছে। ‘শিশু সহায় সংঘ’র আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের পৌর আলগী ইয়াছিন ডিলার বাড়িতে এ ঈদবস্ত্র বিতরন করা হয়। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরন করেন জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্সের পরিচালক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও এসএ টিভি প্রতিনিধি এ্যাড: সাহাদাত শাহিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা খাদিজা আক্তার পপি। এ সময় প্রধান অতিথি পথশিশুদের জন্য নতুন জামা কিনে দিতে সংগঠনের মাঝে ৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।
সংগঠনের উদ্যোক্তা বিবি খাদিজা বলেন, আমরা আতœমানবতার সেবায় অসহায় পথশিশুদের নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি। শুরুতে পথশিশুদের ঈদ বস্ত্র বিতরন এবং পর্যায়ক্রমে এসব শিশুদের বই খাতা, কলমসহ সকল শিক্ষা উপকরন বিতরন এবং তাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে স্বাক্ষরতা প্রদান করা হবে।
অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন, খাদিজা আক্তার পপি, মিম, ইভান তালুকদার, শিপু, তানজিলসহ সংগঠনের সদস্যবৃন্দ। এদিকে শিশু সহায় সংঘের ব্যাতিক্রমী এ উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সুশিল সমাজের মানুষ। ঈদে নতুন জামা পেয়ে খুশিতে মেতে উঠে অর্ধশতাধিক পথশিশু।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৭   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ