শনিবার, ১১ মে ২০২৪

দৌলতখানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৭

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৭
সোমবার, ৮ এপ্রিল ২০২৪



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় অভিযুক্তরা মনির নামে এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহতরা হলেন, শাহাবুদ্দিন, আকরাম, মমতাজ, আমিরুন বেগম, বিউটি বেগম।

আহতদের স্বজন সালেম মাল জানান, কিছুদিন আগে সৈয়দপুর ইউনিয়নের এসাক মোড় এলাকায় মমিন, নোমান সহ তার বন্ধুরা মাদক সেবন করতেছে। এসময় তার ছেলে সাব্বির বাধা দিলে তাকে মমিন, নোমান ও তার বন্ধুরা মারধর করে। এর জেরে গত শনিবার সকালে সাব্বির ও নোমান মুখোমুখি হয়। পরে ক্ষিপ্ত হয়ে সাব্বিরের বাড়িতে মমিন ও নোমানের নেতৃত্বে তার বন্ধুরা রাতে দেশীয় অস্ত্রসহ বসতবাড়িতে হামলা চালায়। এতে সাব্বিরের চাচা মনির গুরুতর আহত হয়। তাকে দাঁড়ালো অস্ত্রের আঘাতে তার হাতের একটি আংগুল কেটে যায়। এ বিষয় অভিযুক্ত কাউকে তাদের বাড়িতে পাওয়া যায়নাই।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) সত্য রঞ্জম খাসকেল জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৩:০৫:০৪   ১২৭ বার পঠিত